সরিষাবাড়ীতে ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকলের সহযোগিতায় আমরা সমাজকে আরও মানবিক করে তুলতে পারি।”
এছাড়াও বিশেষ অতিথি বিসেবে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ আকুল মিয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

মূলত সমাজসেবার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এই দিবসটি উদ্যাপন করা হয়েছে বলে বক্তারা জানান।
এছাড়াও দিবসটিকে কেন্দ্র করে দরিদ্রদের মাঝে ঔষধ পথ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সর্বোপরি আয়োজনে সরিষাবাড়ীর সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।