খাগড়াছড়ির রামগড়ে ৬০ লিটার চোলাইমদসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রামগড় থানা পুলিশ তাদের আটক করে। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ীরা হলো – চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী এলাকার আজহার উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার (৪২) এবং একই জেলা ও থানার কৈবল্যধাম এলাকার রতন মালাকারের স্ত্রী প্রিয়া রাণী মালাকার (৫০)।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্বাবধানে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই এ,বি,এম তারেক হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌর বাজার মধুবন শো-রুমের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহিলা দুজনকে আটক করে।
আটককৃতদের মধ্যে মুন্নি আক্তার ১০টি মাদক মামলার আসামী এবং প্রিয়া রানী মালাকারের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, আসামীদেরকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।