জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) সকালে সরিষাবাড়ী রিয়াজউদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে এ র্যালীটি শুরু হয়।
এরআগে, মোনাজাতের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ র্যালিটি পৌরসভার শিমলা বাজার এলাকা দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক এবং মিনহাজ আবেদীনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকদের উৎসব মুখর পরিবেশে দলীয় পতাকা ও শ্লোগানে শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
এ সময় বক্তারা জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আনন্দ র্যালি শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলের উন্নয়ন ও সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন