বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩ Time View

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন। ২০২৩ সালের ওয়ানডে পারফরমেন্স বিবেচনায় সেরা খেলোয়াড়দের নিয়ে বর্ষসেরা দল গঠন করেছে ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেন। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের সর্বোচ্চ সাত জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার দু’জন, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বর্ষসেরা এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ১১ জনের মধ্যে মাত্র ২ জন সবার ভোট পেয়েছেন। তারা হলেন- ভারতের বিরাট কোহলি ও মোহাম্মদ শামি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক ও শামি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। 

গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশ থেকে কোনও খেলোয়াড়ের সুযোগ হয়নি। ২০২২ সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

ওপেনিংয়ে রোহিতের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০২৩ সালে ২৭ ওয়ানডেতে ২টি সেঞ্চুরিসহ ৫২ গড়ে ১২৫৫ রান করেছেন রোহিত। ব্যাট হাতে ১৩ ম্যাচে ৫১ গড়ে ৫৭০ রান করেন হেড। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রাখেন হেড। আহমেদাবাদের ফাইনালে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হেড। 

ব্যাট হাতে তিন নম্বরে আছেন বছরটা স্বপ্নের মত কাটানো ভারতের বিরাট কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ১১ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৭৬৫ রান করেন কোহলি। ওই বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক এখন কিং কোহলি। পুরো বছর ২৭ ম্যাচে ৭২ গড়ে ১৩৭৭ রান করেছেন কোহলি। 

মিডল অর্ডারে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে। ২৬ ম্যাচে ৫২ গড়ে ১২০৪ রান করেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫২ রান করেন মিচেল। 

মিচেলের সঙ্গে মিডল অর্ডারে সুযোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার এনরিচ ক্লাসেনের। বিশ্বকাপে আহামরি কিছু করতে না পারলেও, সারা বছরে ২৪ ম্যাচে ৯২৭ রান করেছেন তিনি। বিশ্বকাপে ১০ ম্যাচে ৩৭৩ রান করেন ক্লাসেন। বর্ষসেরা দলে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে ক্লাসেনকে। 

ভারত বিশ্বকাপে মহাকাব্যিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের অবিস্মরনীয় ইনিংস খেলে অসিদের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি। গত বছর ১১ ম্যাচে ৫১ গড়ে ৪১৩ রান করেছেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৬ ম্যাচে ৩১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০৯ রান করেছেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন জাদেজা। 

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট পকেটে ভরেন তিনি। গত বছর ভারতের জার্সিতে ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছেন শামি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে আছেন এই ডান হাতি পেসার। 

শামির সঙ্গে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে অন্য দুই ভারতীয় পেসার হিসেবে সুযোগ পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। বুমরাহ ১৭ ম্যাচে ২৮ এবং সিরাজ ২৫ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন। বছরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সিরাজ।  দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। বছরের সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন তিনি। ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। 

উইজডেনের ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, এনরিচ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com