বগুড়ায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলারর পলাতক আসামি মোঃ তুফান সরকার (৩৪) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বগুড় ডিবি পুলিশ শহরের নিজ বাসা থেকে তাকে আটক করে।
বগুড়া ডিবি পুলিশ সুত্রে জানা যায়, আসামি মোঃ তুফান সরকার (৩৪) শহরের চকসুত্রাপুরের পিতা মৃত মজিবর সরকারের ছেলে। সে (আসামি) সাবেক শ্রমিক লীগের আহ্বায়ক ছিলো। তার বিরুদ্ধে দুদকের মামলায় ১৩ বছরের সাজা হয়। এরপর থেকে দীর্ঘদিন আত্মগোপন করে ছিলো।
বগুড়ার সদর থানায় আসামির নামে একাধিক হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক, মাদক ও দূর্নীতি সহ মোট ১৪ (চৌদ্দ) টি মামলা রয়েছে। পরে তাকে গোপন সুত্রে আটক করে আসামিকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।