সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যার মামলা দায়ের করা হয়। তুরাব হত্যার অন্যতম আসামী হিসেবে বুধবার (১৮ই ডিসেম্বর) পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাছাড়াও তার বিরুদ্ধে একের পর এক দূর্নীতি, ঘুষ, হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এই বিতর্কিত সাবেক এএসপি কুলাউড়া সার্কেলে থাকাকালে সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। একই সময় যুগান্তরের এক প্রতিনিধিকে নিজ দপ্তরে ডেকে মিথ্যা মামলার অপচেষ্টা ও হুমকি দেয়।
কুলাউড়ায় এক ট্রাফিক সার্জেন্টের অপকর্ম সচিত্র প্রতিবেদন করায় ‘আমাদের নতুন সময়’ পত্রিকার স্টাফ রিপোর্টারকে গভীর রাতে হেনস্তা ও অপচেষ্টা করে খবরটি ধামা-চাপা দেওয়ার জন্য। পরে ব্যর্থ হয়ে খবরটি মিথ্যা বলে পুলিশ হেড কোয়াটারে প্রতিবেদন পাঠায়। পুলিশ হেড কোয়াটারের বিশেষ পুলিশ সুপার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে উপযুক্ত ব্যবস্থা নেন।
এছাড়াও এই দূর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে সিলেট শহরের এক প্রবাসীকে হয়রানি ও জোরপূর্বক বাড়ি দখল করার অভিযোগ রয়েছে। সরকার পতনের আগে আওয়ামীলীগের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয়ে অবৈধ কোটি কোটি টাকা ও সম্পদ গড়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান।
ভোক্তভোগী লোকজনদের দাবি সঠিক তদন্ত হলে তার বিরুদ্ধে আরও অনেক তথ্য পাওয়া যাবে।