সামাজিক সংগঠন পুতুল ফাউন্ডেশনের বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাউন্ডেশনের অন্যতম সদস্য শিক্ষাবিদ রামেশ্বর শীলের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হারুণ অর রশিদ, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাহার উদ্দিন প্রমুখ।
“দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো সম্প্রীতি” এ বিষয়ে অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয় ও নাকাপা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ১২ জন শিক্ষার্থী।
প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নূর এ তাহির আরাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ তাসির মাহতাব খাঁন ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসরাত জাহান চৌধুরী সিফাত।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন রামগড় সরকারি কলেজের প্রভাষক শাহ জামান আহমেদ, উপজেলা পুষ্টি কর্মকর্তা সুইসাউ মারমা ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা হ্যাপী চাকমা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়ামে পুতুল ফাউন্ডেশনের মোধাবৃত্তি, মেধা পুরস্কার ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।