মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যের উপর গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষের লোকজন। গুলি করার পর হামলাকারীরা তাকে পানিতে ফেলে পালিয়ে যায়। ঘটনাটি শনিবার (২১ ডিসেম্বর) জেলার গজারিয়া উপজেলায় ঘটেছে। পরে নিকটস্থ স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গুলিবিদ্ধ পুলিশ সদস্য গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের আধার মানিক গ্রামের মোঃ আব্দুল হক মিয়ার ছেলে রুহুল আমিন রুবেল (৩৮)।
ঘটনার প্রত্যক্ষদর্শী রুহুল আমিনের বাবার বরাতে জানা যায়, রুহুল আমিনদের পরিবারের সাথে প্রতিবেশী চুন্নুর পরিবারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার (২১ ডিসেম্বর) রাতে বাড়ির পাশে মাচায় বসে ছিল। এমন সময় চুন্নু তার দলবল নিয়ে অতর্কিতভাবে তার উপর চালায়। প্রথমে লাঠি পেটা করলেও পরবর্তীতে তার উপর গুলিবর্ষণ করে। এতে দুটো গুলি তার শরীরে লাগে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান, তাকে (গুলিবিদ্ধ রুহুল আমিন) শনিবার দিবাগত রাত ১২ টার দিকে নিয়ে আসা হয়। তার শরীরে দুটি গুলি যার একটি বাম হাতের কনুইতে আরেকটি ডান কাঁধে লেগেছিল।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে এরকম কোন খবর তার (ওসি) কাছে নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।