চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এসময় দুপক্ষের ছুরিকঘাতে এক শিশুসহ ২জন নিহত হয়েছে ও আরও ৪জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে ঘটনাটি ঘটেছে ।
নিহতরা হলেন, নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৩)। এঘটনায় আহতরা হলো, একই এলাকার আরমান (২১), রজব আলী (২১), ইমন (১৫) ও সুমন আলী (১৯)। আহতদেরকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোঃ সাহিদ জানান, কিছুদিন আগে ঐ এলাকার একটি পেয়ারা বাগানে এক ব্যক্তির প্রস্রাব করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে খোলসি ও মল্লিকপুরের যুবকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসুদ ও রায়হানের মৃত্যু হয়েছে।
এঘটনায় আজিজুল ও তাসিম নামে দু’জনকে গ্রেফতা করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।