খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মেঘবিন্দু চাকমা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করতে সকল শ্রেণী-পেশার মানুষকে এক সাথে প্রতিরোধ করতে হবে। সমাজের সকলকে দৃঢ় ভাবে সচেতন থাকার আহ্বান জানান।
এছাড়া উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।