দীর্ঘদিনের অবৈধ যানবাহনের দাপটে যেন কিছুতেই ফিরছে না পঞ্চগড়ের শৃংখলা। এমতাবস্থায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এক মাস ধরে ম্যারাথন মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র ও শ্রমিকদের সমন্বয়ে হয়েছে লাল রঙের ওয়াজ কোর্ট পরিহিত স্বেচ্ছাসেবী দল। “ট্রাফিক আইন মানবো সুশৃংখল পঞ্চগড় গড়বো” এই স্লোগানে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী ট্রাফিকরাও সড়কে কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেচ্ছাসেবী ট্রাফিকদেরকে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, ট্রাফিক বিভাগের পরিদর্শক চন্দন কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক,শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে শহরের চারটি পয়েন্টে তিনটি শিফটে (প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ১২ টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে বিকেল ৪টা, তৃতীয় শিফট বিকেল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত) কাজ করবে এই স্বেচ্ছাসেবীরা কাজ করবে। প্রতিটি পয়েন্টে ৮ জন করে সেচ্ছাসেবী ট্রাফিক কাজ করবে।