নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্রে সরকারি মূল্যে বিক্রি হচ্ছে সার। ন্যায্য মূল্যে সার পাওয়ায় এলাকার কৃষকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিলারের প্রতি।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় কৃষকরা জানায়, আমরা কোনপ্রকার হয়রানি ছাড়াই সার তুলতে পারছছি। সারের সংকট না থাকায় সামনে আলু ও সরিষা এবং গমের আবাদ নিয়ে আর শঙ্কা থাকছে না।
রসুলপুর ইউনিয়নের মিজানুর নামে এক কৃষক জানান, ৫ বিঘা গম চাষের জন্য সার নিতে এসেছি, কোন অনিয়ম ছাড়াই সরকারি মুল্যে সার পাওয়াতে অনেক উপকার হয়েছে যা অন্য কোথাও পাইনি।
ডিলার মোহাম্মদ হুমায়ুন কবিরের ম্যানেজার জহির রায়হান বাহাদুর জানান, পর্যাপ্ত পরিমাণ সার থাকায় নির্ধারিত মূল্যের এক টাকার বেশি রাখা হচ্ছে না বিধায় এলাকার কৃষকরা আসছে এবং চাহিদা মতন সার নিয়ে যাচ্ছে। ন্যায্য মূল্যে কৃষকের হাতে সার তুলে দিতে পেরে আমরাও খুশী।