পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ফালের নিচে পড়ে ইউসুফ ওরফে সালমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে। নিহত শিশু সালমান ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ হচ্ছিল। এ সময় হালের উপর বসে থাকা শিশু সালমান নিচে পড়ে যায়। ট্রাক্টর চালক পিছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এসময় আশপাশের কর্মরত লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টরটি রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমি থেকে শিশু’র মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে নিহতের বড় চাচা সাইদার আলী জানান, আমার ভাতিজার জন্মের পরেই তার মা মারা যায়। আমাদের (চাচা ও নানা-নানী) তত্ত্বাবধানে থাকতো। দুপুরে সে খেলার মাঝে জমিতে হাল দেওয়া দেখতে গিয়ে দূর্ঘটনায় মারা যায়।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান বলেন, খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। এখন পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায় নি। তবে এটি একটি মর্মান্তিক ঘটনা বলে দুঃখ প্রকাশ করেছেন