ঝালকাঠিতে ৫০ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তর। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় উপজেলা অফিসার্স ক্লাবে জেলার কাঁঠালিয়ায় পল্লী মাতৃকেন্দ্রে বিনা সুদে দরিদ্রদের হাতে এসকল টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) শাহ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।