ভূমি অফিসের শুকনো গাছের ঢাল মাথায় পড়ে মারাত্মক আহত চা বিক্রেতা ফারুক এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের মতে, ফারুকের মাথায় অস্ত্রোপাচার করতে কম করে হলেও দুই থেকে তিন লাখ টাকা প্রয়োজন। তাই টাকার ব্যবস্থা না হলে ধুঁকে ধুঁকে মৃত্যুর কাছেই ফারুকের আত্মসমর্পণ করতে হবে।
স্থানীয়রা জানান, শিশুকালে মা-বাবা হারানো ৩০ বছরের ফারুক অনেক কষ্টে জীবনধারণের জন্য দূর্গাপুর পৌর ইউনিয়ন ভূমি অফিসের কাছে একটি চায়ের দোকান দেন। গত মঙ্গলবার দুপুরে তার চায়ের দোকানের পাশেই ভূমি অফিসের শুকনো গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানায়, ফারুকের দ্রুত অপারেশন করাতে হবে এবং এর জন্য কমপক্ষে ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন। যা ফারুকের জন্য জোগাড় করা অসম্ভব।
এদিকে ফারুকের চিকিৎসার জন্য বুধবার সকালে টাকা সংগ্রহে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর আহত ফারুককে দেখতে হাসপাতালে যান এবং সহযোগিতার আশ্বাস দেন।