নওগাঁয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় একটি ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী মারা যায়। অপরদিকে, সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হন।
নওহাঁটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার ভোরে নওগাঁর মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে খড়বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুমন মিয়া (৩৮) ও তার সহকারী মারা যান।
নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্রামের সামছুল আলমের ছেলে। তবে তার সহকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানতে কাজ চলছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় শহরগামী একটি পিকআপ পিছন থেকে আবুল কাশেম (৭৫) নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবুল কাশেম সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।