খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতি গ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ আর্থিক সালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ৩ শত ৩৩ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সমাজসেবা ও শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় থানার এসআই মো.জাফর, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা, উপকার ভোগী মৎস্য চাষীগন প্রমূখ।