মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাটেরা ইউনিয়নের সাবেক সচিব মিকাইল শিপারের স্বত্তাধিকারী ফার্ম থেকে সোমবার (২১শে অক্টোবর) লাশ উদ্ধার করা হয়
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়ি দেখাশুনা করতো সুকু। সোমবার (২১শে অক্টোবর) ফার্মের টিনের ঘরের ভিতরের একটি কাঠের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশটী মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। বিষয়টি উদ্ঘাটনের কাজ চলছে।