রবিবার (১৩ অক্টোবর) মৌলভীবাজার কুলাউড়ায় একটি পূজামন্ডপে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিশুদের নির্বিচারে মারধরের অভিযোগে বহিরাগত রুহেনা আক্তার লুবনা (২২) নামের এক তরুণীকে আটক করা হয়। উক্ত ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয় উচ্চ ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে পরিস্থিতি সামলে নেয়। পরে থানায় কর্মরত পুলিশের কাছে লুবানাকে হস্তান্তর করে।
তবে পূজা কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা অভিযোগ করেন, আমাদের শান্তিপূর্ণ পূজার অনুষ্ঠানে আমাদের শিশুদের মারধর করে আতঙ্ক সৃষ্টির চেষ্ঠা করা হয়েছে। মন্দিরের সিসি ক্যামেরার লাইনটি ছিড়ে ফেলেছে তাছাড়া সে মন্দিরের অনেক ক্ষতি করতে পারত। নিশ্চয় এটা তো পরিকল্পিত। পুলিশ কিভাবে বললো মেয়েটি পাগল?
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, লুবনাকে গ্রেপ্তারের পর বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি মো: গোলাম আপছার জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করে লুবনাকে আটক করি। জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত্রিকালিন এলাকার দায়িত্বে থাকা এএসআই নূরু মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ঢেকে আনা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।