শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মুদি দোকানি হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

মুন্সীগঞ্জে মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীর (৭০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্ব দেওসার এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নিহতের ছেলে তাহের ঢালী, স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও মেয়ে কারিমা এবং জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী, সানাউল্লাহ সালেহী ও মো. জাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হত্যার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোশারাফ হালদার ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদারসহ সকল আসামির ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিকেলে জেলা সদরের রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে তাহের ঢালী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com