গত ০৫/০৫/২০২৪ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকবিরোধী পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহমোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৩ নং হোসেনগাঁও ইউপির অন্তর্গত হারিয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম এর বসতবাড়ির ভিতর থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামি মোঃ জাহাঙ্গীর (৪৮), পিতা- মৃত বাসির উদ্দিন, গ্রাম- হারিয়া, ০৩ নং হোসেনগাঁও ইউপি, থানা- রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১ নং ভোমরাদহ ইউপির অন্তর্গত সেনুয়া বাশবাড়ি নিম্ন মধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আসামি মোঃ সালেহীন ইসলাম, পিতা-মৃত দবিরুল ইসলাম, সাং-চাদপুর, থানা-পীরগঞ্জ , জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।