ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম আকালু (৫৫) এক টিউবওয়েল মিস্ত্রি আত্মহত্যা করেছে। গাছে ঝুলন্ত অবস্থায় ওই মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিবার (১১ আগষ্ট) রাতে রাণীশংকৈল পৌর এলাকার দক্ষিণ ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম আকালু (৫৫) ওই এলাকার মৃত অগনু’র ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, সিরাজুল ইসলাম আকালু মানসিক রোগে ভুগছিলেন রাতে হঠাৎ কাউকে না জানিয়ে শয়নকক্ষ থেকে বের হয়। রাতেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে। পরে বাড়ীর সামনে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় সিরাজুল ইসলাম আকালুকে দেখতে পায় ।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত সাহা বলেন, নিহত সিরাজুল ইসলাম আকালু মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।