ভোলায় জলদস্যুতার অভিযোগে ৩ দস্যুক আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তারেক (২০), আল আমিন (১৯) ও মনির (২০)। এ সময় একটি রাম দা, একটি ইঞ্জিত চালিত নৌকা ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।এ সময় অপহৃত দুই জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, সাইদুল ইসলাম ও মানিক হোসেন। তাদের বাড়ি মেহেন্দিগঞ্জ ও ভোলার ইলিশায়। বিকাল ৪টায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, জিডি ওসি এনায়েত হোসেন।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, দীর্ঘদিন ধরে দস্যুরা মেঘনায় চাঁদাবাজি করে আসছিলো। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ভোলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জলদস্যুতার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশ বিষয়ের তদন্ত করছে। এ ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।