সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার, ১২ নভেম্বর ২০২৫, খোকশাবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ব্রাহ্মণগাতি গ্রামে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং সিরাজগঞ্জ-২ সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষার জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচনের সময় কেউ যদি ভোট দখল বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তার কঠোর জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত জামায়াত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার আমির অ্যাডভোকেট নাজিমুদ্দিন, খোকশাবাড়ী ইউনিয়নের আমির মাওলানা মোঃ আব্দুল মজিদ, এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের এই যোগদান অনুষ্ঠান স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।