রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

আমখোলা ইউনিয়নে হাসান মামুনের বিশাল জনসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান ও জনপ্রিয় নেতা মো. হাসান মামুনের আগমনে আজ বুধবার আমখোলা ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের পর মিছিল এসে জনসভাস্থলে জড়ো হতে থাকে। দুপুরের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনতার স্রোতে।

জনসভাস্থলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। “গণতন্ত্র মুক্তি চাই”, “ধানের শীষের বিজয় নিশ্চিত, “হাসান মামুন এগিয়ে চলো” — এমন সব স্লোগানে আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মামুন বলেন, বাংলাদেশের মানুষ আজ ন্যায়ের রাষ্ট্র, ভোটের অধিকার ও স্বাধীন গণতন্ত্র চায়। বিএনপি জনগণের সেই দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনারা আমার শক্তি, আপনারাই আমার সাহস। এই লড়াই জনগণের, দেশের ভবিষ্যতের।

তিনি আরও বলেন, আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের কথা শোনা হবে। যারা উন্নয়নের নামে দুর্নীতি আর অন্যায়ের রাজত্ব কায়েম করেছে, তাদের জবাব জনগণই দেবে ভোটের মাধ্যমে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হাসান মামুন হচ্ছেন জনগণের আশা-ভরসার প্রতীক। তার নেতৃত্বে উপকূলীয় এলাকা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনসভা শেষে এক বিশাল মিছিল বের হয়, যা ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমখোলা ইউনিয়ন পরিণত হয় জনসমুদ্রে, যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

চাষি, শ্রমিক, ব্যবসায়ী, তরুণ–সব শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অনেকে বলেন, “এমন জনসমাবেশ আমখোলায় আগে কখনও দেখা যায়নি। হাসান মামুনের পক্ষে জনতার এই ঢল আসন্ন নির্বাচনের ইঙ্গিত বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com