রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

দুর্নীতির প্রমাণ দিতে পারলে আমি নির্বাচন ছেড়ে দেব: নিতাই রায় চৌধুরী

মাগুরা জেলা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

একটা ঘুষ–দুর্নীতির প্রমাণ দিতে পারলে আমি নির্বাচন ছেড়ে দেব, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আজ শনি বার (৮ নভেম্বর) বিকালে মাগুরা সদর উপজেলার পায়ারী হাজরাতলা আশ্রম কমিটি শত্রুজিৎপুরে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন শৈলেন্দ্রনাথ কুরী। সঞ্চালনায় ছিলেন বিবেক রঞ্জন মিত্র ও ওয়ালিয়ার রহমান মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক আহবায়ক আশরাফুজ্জামান শামীমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com