মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার নামে একজন গ্রেপ্তার।
মৌলভীবাজার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগনজ) সার্কেল ও শ্রীমঙ্গল থানার ওসির সার্বিক দিক নির্দেশনায় শনিবার (১৩ই জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রীমঙ্গল উপজেলাধীন ৩নং শ্রীমঙ্গল সদর ইউপির অন্তর্গত জেরিন চা বাগানের ডলুবাড়ী নামক স্থানে আসামী উত্তম কাহার এর বসত ঘর হতে ৯ বোতল ভারতীয় মদ জব্দ ও উত্তম কাহারকে (২৮) গ্রেপ্তার করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের জেরিন চা বাগানের ডলু বাড়ি লাইন এর বাসিন্দা মৃত উমা শংকর কাহার এর ছেলে উত্তর কাহার।
এবিষয়ে থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আটককৃত আসামিকে গ্রেপ্তার পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।