জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে মাগুরা জেলা যুবদল।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের ভায়না মোড় ঘুরে পারনান্দুয়ালী জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান সোহান।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আমিনুজ্জামান অপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, পৌর যুবদল নেতা মো. আমিনুল ইসলাম ডিয়ারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুব সমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কর্মশক্তিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।