জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা।
আজ ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, দুপুর ২টায় মাগুরার ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ্ব মাওলানা নাজিরুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (মাগুরা-১) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার সহ-সভাপতি।
বক্তারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো সম্ভব নয়। তাই তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান—আগামী জাতীয় সংসদ নির্বাচন উভয় কক্ষে পি.আর. (Proportional Representation) পদ্ধতিতে আয়োজনের জন্য। বক্তাদের মতে, পি.আর. পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।
সমাবেশ শেষে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল শহরের নোমানি ময়দান থেকে ভায়নার মোড় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—
হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা সাধারণ সম্পাদক
মাওলানা ওসমান গনি সাইফি, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী
হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
অধ্যক্ষ হাফেজ মনিরুজ্জামান, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা
মুফতি উসমান গণী মুহাপুরী, চেয়ারম্যান, ১০নং শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ
মাওলানা রবিউল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, মাগুরা জেলা
মাওলানা উসমান গণী সাঈফী, সভাপতি, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, মাগুরা জেলা
মাওলানা তরিকুল ইসলাম, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, মাগুরা জেলা
মাওলানা তাজুল ইসলাম ও মোঃ আবু হানিফ বিন মহর, সভাপতি, ইসলামী যুব আন্দোলন, মাগুরা জেলা
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।