সিরাজগঞ্জ কাজীপুর উপজেলাজুড়ে এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠজুড়ে লাউ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, মুলা, গাজরসহ নানা জাতের সবজির চাষ চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা জমি প্রস্তুত, গাছ পরিচর্যা ও সেচের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ সবুজে ভরে উঠেছে। কোথাও বপন চলছে, কোথাও বা আগাম জাতের সবজি তোলা শুরু হয়েছে। এই মৌসুমে সবজি চাষ করে ভালো লাভের আশা করছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, “গত বছর সবজির দাম ভালো পেয়েছিলাম। তাই এবার আগের চেয়ে বেশি জমিতে চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছি।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর কাজিপুর উপজেলায় প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ ও সার-বীজ সহায়তাও দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “কাজিপুরের মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী। সঠিক পরিচর্যা পেলে কৃষকেরা এবার ভালো ফলন ও লাভ পাবে বলে আমরা আশা করছি।”
সবমিলিয়ে কাজিপুরের গ্রামীণ জনপদ এখন শীতকালীন সবজির সবুজ সমারোহে মুখরিত হয়ে উঠেছে, ব্যস্ত সময় পার করছেন এখানকার পরিশ্রমী কৃষকেরা।