কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। আন্দোলনকারীরা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে ‘ভৈরবকে জেলা চাই’এ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিক্ষোভকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে। এ সময় বেশ কয়জন আহত হন।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ভৈরব রেলওয়ের স্টেশনে প্লাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রোডের রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পরে ১১টা ৪২ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।
আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ের থানার ওসি সাঈদ আহমেদ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।