নওগাঁর মান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে ৮,৯৬০ জন কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, অড়হড় ও উফশী বোরো ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হবে।#