বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বাঙ্গালপাড়া প্রাইমারি স্কুল মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক এসোসিয়েশনের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, নুর বকস মন্ডল, ডা. রইস উদ্দিন, আব্দুল কাদের, নাজিম উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, যুবদল নেতা আল মামুন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন আলী, উপজেলা শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক আনিছার রহমান আনিস, পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান, সমবায় দলের সদস্য সচিব এনামুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সিনিয়র বিএনপি নেতা মোজাম চকদার ও সেকেন্দার আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ উন্মুক্ত করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।