মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে-হাসান মামুন।

মো:জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩ Time View

পটুয়াখালীর গলাচিপার চরকাজল ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ অক্টোবর ২০২৫) শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকাজলের ছোট শিবা শুক্রবাড়িয়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান ইসমাইল হাওলাদারের সঞ্চালনায় চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পটুয়াখালী-৩ ( গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আ. সত্তার হাওলাদার। সার্বিক সহযোগিতায় ছিলেন, চরকাজল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু বিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হানিফ হাওলাদার। এসময় উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রচন্ড ভ্যাপসা গরমের কারণে অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি-সম্পাদকদের নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে মিছিল সহকারে জনসভা স্থলে উপস্থিত হয়। এভাবে খন্ড খন্ড মিছিল জনসভা স্থল রূপ নেয় হাজার হাজার জনসাধরণের মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান মামুন বলেন, দেশের সাধারণ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে, অবহেলিত চরাঞ্চলকে উপজেলায় উন্নীত করে উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিল্প কলকারখানা স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করা হবে। তাই সারাদেশে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার গঠনে সহায়তায় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয়দের উদ্দেশ্যে বলেন, এ দেশ আপনাদেরও জন্মভূমি, তাই সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাসের একমাত্র ভরষা স্থল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com