মান্দায় উৎসবমুখর পরিবেশ, ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা। নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর গণসংযোগ ও পথসভাকে ঘিরে শুক্রবার বিকেলে মান্দা উপজেলার পাঁজর ভাঙ্গা বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মানুষের ঢল নামে এলাকায়, যেন ক্ষণিকের জন্য জনসমুদ্রের রূপ নেয় বাজার এলাকা।
গণসংযোগ ও পথসভায় ডা. টিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং আগাম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ডা. ইকরামুল বারী টিপু বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের অধিকারের লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মণ্ডল, সাবেক কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, যুবনেতা তালহা জুবায়েদ, শামীম হোসেন ও শরীফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।