নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের তেঁতুলিয়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের সাবাইহাট বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আইনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সক্রিয় করার আহ্বান জানান তারা।
কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
শেষে আইনুল হককে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও বাবু মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।