নওগাঁ সদর উপজেলায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সদর থানার কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে তড়কা রোগ প্রতিরোধে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া উপস্থিতদের মাঝে তড়কা বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি মো. ইবনুল আবেদীন বলেন, তড়কা একটি অত্যন্ত মারাত্মক পশুবাহিত রোগ। তাই অসুস্থ পশু জবাই থেকে সবাইকে বিরত থাকতে হবে। পশু জবাইয়ের আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে প্রাণীটি রোগমুক্ত এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র রয়েছে।
তিনি আরও বলেন, এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#