মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি — এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, সড়ক বিভাগের কর্মকর্তা মো. রাহাত খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের হতে হবে সচেতন। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ কাগজপত্র ও ট্রাফিক আইন মেনে চলা সবার দায়িত্ব। অতিরিক্ত গতি, অবৈধ প্রতিযোগিতা ও বেপরোয়া চালনা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
দিবসটি উপলক্ষে বিআরটিএ মাগুরা সার্কেল শহরের ভাইনার মোড় এলাকায় মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করে। এই উদ্যোগে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বিআরটিএকে ধন্যবাদ জানান।
বিআরটিএ’র সহকারী পরিচালক কেশব কুমার দাস বলেন, এই বছরের প্রতিপাদ্য — ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
মোটরসাইকেল চালক মো. ইবাদত হোসেন বলেন, বিআরটিএ মাগুরার এই উদ্যোগকে আমি স্যালুট জানাই। প্রত্যেক চালকের নিজের নিরাপত্তার জন্য নিয়মিত হেলমেট ব্যবহার করা উচিত।