হরিপুর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের নারীর সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারের চলমান ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় নতুন চক্রের কার্ড ও চাল বিতরণ করা হয় ৷
আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় ২০২৫-২৬সাল মেয়াদী চক্রের উপকারভোগী নারীদের হাতে নতুন কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ ।
৫নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক কাম-ক্রেডিট সুপার ভাইজার মোছাঃ জাকিয়া পারভীন , হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বলেন, বর্তমান সরকার নারীর সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করছে। ভিডব্লিউবি কর্মসূচি শুধু একটি সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা বৃদ্ধি ও তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। নিয়মিত সহায়তার মাধ্যমে নারীরা যেমন খাদ্যনিরাপত্তা পাচ্ছেন, তেমনি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই কর্মসূচি গ্রামীণ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, ভিডব্লিউবি কার্ডের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার নির্দিষ্ট সময় অন্তর ৩০ কেজি করে চাল পান। দীর্ঘমেয়াদে এই সহায়তা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপকারভোগী নারী জানান, সংসারে অভাব-অনটন মোকাবেলায় এই চাল তাদের বড় সহায়ক হয়ে উঠছে। তারা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। সরকারের এ সহায়তা তাদের অনেকটা স্বস্তি দিচ্ছে।