বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১২ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের কল্যাণে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাই। এ ধরনের তহবিল দরিদ্রদের স্বাস্থ্যসেবাসহ সামাজিক সমস্যার সমাধান করবে এবং যুবক, কৃষক, নারী এবং মৎস্য শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সহায়তা করবে।
এছাড়া বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের কৃষি, খাদ্য ও সামাজিক ব্যবসা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। গভীর সমুদ্রে মৎস্য শিল্প গড়ে তোলা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরি, এবং মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা নিয়েও আলোচনা করা হয়।