একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবামূলক দাতব্য প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ড নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে।
গত ১১ অক্টোবর (শনিবার) ফিউচার ওয়ার্ল্ডের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলায় এক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পৌরশহরের জালালপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিউচার ওয়ার্ল্ড নকলা উপজেলা টিমের ম্যানেজার বিলাস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের টিম ডিরেক্টর জিয়া রতন, নকলা উপজেলা টিমের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
অনুষ্ঠানে টিম ডিরেক্টর জিয়া রতন বলেন,
আমাদের লক্ষ্য শুধুমাত্র সহযোগিতা করা নয়, বরং আপনাদের স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে সহায়তা করা।
ফিউচার ওয়ার্ল্ডের এই উদ্যোগ উপস্থিত সকলের মাঝে প্রশংসার সঞ্চার করে। মানবতার কল্যাণে প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।