টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেঁধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ফেনী শিশুনিকেতন কালেক্টরেট স্কুলে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মাননীয় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সম্মানিত উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ফেনীর তত্ত্বাবধায়ক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক (পরিবার পরিকল্পনা), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সদর), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মেডিকেল অফিসার (পৌরসভা), উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন এবং শিশুনিকেতন কালেক্টরেট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
হলরুমে আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দ টিকাদান বুথ পরিদর্শন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।