দেশের নির্বাচনের বিলম্ব ঘটাতে পিআর পদ্ধতির নামে আন্দোলন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ কখনো মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহাসচিব বলেন, পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয়, বরং কিছু রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। জনগণ চাইছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হোক। নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের সত্য-মিথ্যা যাচাই করা জনগণের দায়িত্ব। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। কিছু প্রচার করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না—এটি বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, জনগণ নির্বাচন দেখতে চায়, যার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। ১৪ মাসে রাতারাতি সংস্কার হয়ে যাবে, জনগণ তা বিশ্বাস করে না। তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে।