সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। গ্রামের মো. জাকারিয়া হোসেনের ১৩ বছর বয়সী কন্যা মিমকে অজ্ঞাত দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজ বৃহস্পতিবার সকালে মিমের বড় ভাই হিরণ হারিগারা ও আঙ্গারু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এলাকাবাসী জানিয়েছেন, শান্ত-সৌম্য স্বভাবের মিম ছিল পরিবারের সবার আদরের। কে বা কারা এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে সবাই হতবাক। হত্যার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। খুব শিগগিরই সত্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তার করা হবে।
মিমের এমন অকাল মৃত্যুতে জগজীবনপুর গ্রামজুড়ে চলছে শোক আর ক্ষোভের মাতম।