ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ।
এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুফিকুল ইসলাম।
তিনি বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বদা আছে। আমরা প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহযোগিতা পৌঁছে দিচ্ছি।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবিক এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।