মানুষের কল্যাণে যখন সবাই একসাথে এগিয়ে আসে, তখনই বদলে যায় গ্রামের চিত্র। সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুপিরপাড়া গ্রামে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয়রা।
গ্রামের প্রাইমারি স্কুলের পূর্ব পাশে চলাচলের প্রধান রাস্তা সাম্প্রতিক ভারি বৃষ্টিতে ধসে পড়ে। এতে গ্রামবাসীর যাতায়াতে দুর্ভোগের শেষ ছিল না। কিন্তু অপেক্ষা না করে নিজেরাই নেমে পড়েন কাজের মাঠে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড গুপিরপাড়া শাখার উদ্যোগে এবং স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। কেউ বাঁশ দিচ্ছেন, কেউ ইটবালি, আবার কেউ নিজের হাতে শ্রম দিচ্ছেন — এভাবেই গড়ে উঠছে ঐক্য ও সহযোগিতার এক নজির।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ডের বাইতুলমাল সম্পাদক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা সরকার বা অন্য কারও অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগেই গ্রামের উন্নয়ন কাজ শুরু করেছি। মানুষের ভোগান্তি দূর করাই আমাদের উদ্দেশ্য।
তিনি আরো বলেন
আমরা চেষ্টা করছি মানুষ যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা চাই সরকারের পক্ষ থেকে যেন রাস্তাটা পূর্ণাঙ্গ সংস্কার করে দেওয়া হয় ।
গ্রামের তরুণ-প্রবীণ সবাই এই কাজে অংশ নিচ্ছেন। একে অপরের পাশে দাঁড়িয়ে, সহযোগিতার মাধ্যমে তারা ফিরিয়ে আনছেন গ্রামের স্বাভাবিক চলাচল।
স্থানীয়রা বলছেন, গুপিরপাড়ার এই উদ্যোগ প্রমাণ করে — ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব, একতার জোরেই এগিয়ে যায় সমাজ।