ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩-এর নিকট বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি এবং ১০ জন কর্মকর্তা ও সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন। অপরদিকে ৫৯ বিএসএফের কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসার সহ ১০ সদস্যের প্রতিনিধি দল এতে উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই বাহিনীর মধ্যে সীমান্ত পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ পারাপার নিয়ন্ত্রণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
পতাকা বৈঠকে উভয়পক্ষ সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বৈঠক শেষ করে।