সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়িয়া বাজার সোনামুখী রোডে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪.৩০ মিনিটের দিকে ওই নারীকে একটি যানবাহন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি পিপুলবাড়িয়া বাজার এলাকায় হেঁটে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনাটি ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান, নিহত নারীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করতে পারলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যে কেউ নিহত নারীর পরিচয় সম্পর্কে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।