প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন ব্যাহত করতে চাইছে। এই মহলই খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিবাদের প্ররোচনায় এসব ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে উপস্থিত আছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করছেন।
তিনি আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসছে। এই সমস্যার মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।