আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মুন্সীগঞ্জ জেলায় এবার ৩৫৮টি মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। বিক্রমপুরের প্রাচীন জনপদে উৎসবের আবহ এখন তুঙ্গে। প্যান্ডেল, গেট আর চোখ ধাঁধানো আলোকসজ্জায় মণ্ডপগুলো এখন এক একটি শিল্পকর্ম। প্রতিটি মণ্ডপেই ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই স্লোগানের প্রতিফলন দেখা যাচ্ছে।
মৃৎশিল্পীরা রাত জেগে প্রতিমায় নিখুঁত ফিনিশিং দিচ্ছেন। পূজা কমিটিগুলো মণ্ডপ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের ভিড় সামলানোর কৌশল নিয়ে বৈঠক করছে। বিশেষ করে শহরের প্রধান মণ্ডপগুলোতে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামলাতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। স্পর্শকাতর মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, “প্রশাসনের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ আশা করছি। ভক্তরা যেন নির্বিঘ্নে পূজা দেখতে পারে, সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে।